চট্টগ্রামের নতুন ডিসি ফরিদা খানম
চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত উপসচিব ফরিদা খানম।
সোমবার (৯ সেপ্টেম্বর) চট্টগ্রামসহ ২৫ জেলায় জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।
এর আগে গত ২০ আগষ্ট জনপ্রশাসনের এক প্রজ্ঞাপনে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মো. ফখরুজ্জামানকে বদলি করে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালকের দায়িত্ব দেয়া হয়েছে।
পরে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনোয়ার পাশাকে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের দায়িত্ব দেয়া হয়।
ফখ/চখ