chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

লাইফ সাপোর্টে মুস্তাফা মনোয়ার

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার লাইফ সাপোর্টে আছেন। বাংলাদেশের ‘পাপেটম্যান’ হিসেবে খ্যাত এই শিল্পী বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে শনিবার লাইফ সাপোর্টে নেওয়া হয়।

সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার।

তিনি বলেন, ‘মুস্তাফা মনোয়ারের অবস্থা বেশ জটিল। গত মে মাসে ভারত থেকে চিকিৎসার পর তাকে দেশে নিয়ে আসা হয়। এরপর তাকে রেডিয়েশন থেরাপি দেওয়া হয়েছে।’

মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। এ দেশে পাপেট শিল্পের বিপ্লব ঘটেছে তার হাত ধরেই। এ কারণে তাকে ‘পাপেটম্যান’ হিসেবে অভিহিত করা হয়। ১ সেপ্টেম্বর ছিল তার ৮৯তম জন্মদিন।

 

তাসু/চখ

এই বিভাগের আরও খবর