chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এবার জিম-আফ্রো টি-১০ লিগে দল পেলেন বিজয়

রিশাদ হোসেনের পর এবার জিম-আফ্রো টি-১০ লিগের দ্বিতীয় আসরে দল পেয়েছেন ওপেনার এনামুল হক বিজয়। বাংলাদেশের উইকেটরক্ষক এ ব্যাটারকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে ব্রেভস।

এর আগে, আসন্ন আসরের জন্য লেগস্পিনার রিশাদ হোসেনকে সরাসরি দলে নিয়েছিল হারারে বোল্টস।

গত মৌসুমে তাসকিন আহমেদকে দলে ভিড়িয়েছিল বুলাওয়ে। এবার বিজয়কে দলে নেওয়ার মধ্য দিয়ে লাল-সবুজ শিবিরের সমর্থনও বাড়িয়ে নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি।

এদিকে আইকন ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড ওয়ার্নারকে দলে ভিড়িয়েছে বুলাওয়ে। সতীর্থ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের কার্লোস ব্রাফেট, শ্রীলঙ্কার আকিলা ধনাঞ্জয়াদের পাচ্ছেন বিজয়। এই দলের কোচ হিসেবে থাকবেন সাবেক ইংলিশ ক্রিকেটার ওয়াইজ শাহ।

আগামী (২১ সেপ্টেম্বর) থেকে জিম আফ্রো টি–১০ লিগের এবারের আসর শুরু হবে। জিম্বাবুয়ের হারারেতে (২৯ সেপ্টেম্বর) পর্দা নামবে এই টুর্নামেন্টের। তবে ভারতের সঙ্গে বাংলাদেশের খেলা থাকায় আগের আসরে খেলা মুশফিক ও তাসকিন এবার খেলতে পারবেন না।

 

তাসু/চখ

এই বিভাগের আরও খবর