কক্সবাজারে পুকুরে ডুবে যুবকের মৃত্যু
পুকুরে গোসল করতে নেমে কক্সবাজারের ঈদগাঁওয়ে সলিম উল্লাহ (৩২) নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের খামারপাড়া পাঞ্জেগানা মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান ।
নিহত সলিম উল্লাহ পাশ্ববর্তী ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লরাবাগ এলাকার মো. আলমের ছেলে। তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়সূত্রে জানা যায়, জুমার নামাজ পড়ার জন্য গোসল করছিলেন সলিম৷ হঠাৎ পুকুরে তলিয়ে যায়। কিছুক্ষণ পর পুকুরে গোসল করতে আসা লোকজন তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন।
স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান বলেন, পুকুরে গোসল করার সময় মৃগীরোগ উঠলে তার মৃত্যু হয়।
চখ/ককন