chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

যুক্তরাষ্ট্রে স্কুলে গোলাগুলি, নিহত ৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত ও নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের উইন্ডারের আপালাচি হাইস্কুলের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল কম্পাউন্ডে হঠাৎ গোলাগুলি শুরু হয়। এতে চারজন নিহত হন। নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী ও দুজন শিক্ষক। কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। ছুটে আসে অভিভাবকরাও।

এ ঘটনায় ওই স্কুলেরই এক ছাত্রকে আটক করা হয়েছে। হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি। কী ধরণের অস্ত্র ব্যবহার করা হয়েছে তাও জানায়নি জর্জিয়া পুলিশ।

সবশেষ আপালাচি হাইস্কুলের হামলাসহ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৪৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

স্কুলে গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, ‘একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারি না।’

  • ফখ|চখ
এই বিভাগের আরও খবর