chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মিরসরাইয়ে আগুনে পুড়ে ছাই ৬ বসতঘর

চট্টগ্রামের মিরসরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৬ বসতঘর। বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলার ইছাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার দারবক্স ভূঁইয়া বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৬০ হাজারটাকাসহ আসবাবপত্র পুড়ে প্রায় ৭ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো-সুজত আলীর ছেলে এলাহি বক্স, ছানা উল্লাহর ছেলে শহীদ উল্লাহ, এরাদল্লাহর ছেলে স্বপন, লিটন, মৃত সাইফুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার ও ফেরদৌসের স্ত্রী খালেদা আক্তার।

বারইয়ারহাট ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ১১টার দিকে এলাহি বক্সের বসতঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে বারইয়ারহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও এলাকাবাসীর সহায়তায় প্রায় ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে এবং একে একে ওই বাড়ির ৫টি বসতঘর ও একটি ভবনের আংশিক ক্ষতি হয়। পরবর্তীতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক মাহফুজা জেরিন বলেন, জেলা প্রশাসক বরাবর ক্ষতিগ্রস্থদের নামের তালিকা পাঠানো হয়েছে। বরাদ্ধ পাওয়ার পর ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মাঝে তা বিতরণ করা হবে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর