কক্সবাজার সৈকতে গোসলে নেমে ১ পর্যটক নিখোঁজ, উদ্ধার ৪
কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। এসময় চারজনকে জীবিত উদ্ধার করেছে লাইফগার্ড কর্মীরা। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজার সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিখোঁজ ওই ব্যক্তির নাম মোহাম্মদ সজীব (২৬)। তিনি ঢাকার পল্লবী থানা ১১-ডি সড়কের কাজী জাহাঙ্গীর হোসেনের ছেলে।
জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন বলেন, সকালে পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে বেড়াতে আসেন মোহাম্মদ সজীব। দুপুরে সৈকতের সি-গাল পয়েন্ট সাগরে তারা গোসলে নামেন। এক পর্যায়ে তাদের মধ্যে পাঁচজন স্রোতের টানে ভেসে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত স্বজনদের শোর-চিৎকারে লাইফগার্ড কর্মীরা তিনজনকে তাৎক্ষণিক উদ্ধার করতে সক্ষম হলেও অপর দুজন ভেসে যেতে থাকে। পরে লাইফগার্ড কর্মীরা ভেসে যাওয়াদের মধ্যে একজনকে ওয়াটার বাইক দিয়ে উদ্ধার করলেও অপর একজন ভেসে যায়। তাকে সাগরের বিভিন্ন পয়েন্টে খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ পর্যটকের সন্ধানে সৈকতের বিভিন্ন পয়েন্টে লাইফগার্ড কর্মীদের পাশাপাশি বিচকর্মী ও ট্যুরিস্ট পুলিশ সদস্যরাও উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।
চখ/ককন