chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রাতে খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সাক্ষাৎ করার কথা রয়েছে। বুধবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

খালেদা জিয়ার একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

আব্দুস সাত্তার বলেন, রাতে ম্যাডামের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ করার কথা রয়েছে। তবে, সেখানে মিডিয়া কাভারেজ হবে না।

চখ/ককন

এই বিভাগের আরও খবর