chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাহাড় কেটে ২ লাখ টাকা জরিমানা গুনলো মীর ব্রিকস

সীতাকুণ্ডে পাহাড় কাটার দায়ে মীর ব্রিকস ইন্ড্রাস্টিজের একটি ইটভাটা প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর)  চট্টগ্রাম জেলা কার্যালয়ের  অভিযানে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।

মীর ব্রিকস ইন্ড্রাস্টিজ ছাড়াও  জঙ্গল লতিফপুর এলাকার মিরপুর আবাসিক এলাকায় পাহাড় কেটে রাস্তা ও গার্ডওয়াল নির্মাণের দায়ে সালমা খানম নামে এক নারীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।এছাড়া মজনু খন্দকার নামে একজনকে হাতেনাতে গ্রেফতার করে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

কাজী তামজীদ আহমেদ চট্টলার খবরকে  জানান,  জেল জরিমানার পাশাপাশি ওই এলাকায় পাহাড় কাটা রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাইকিং করা হয় ও সাইনবোর্ড স্থাপন করা হয়।

এসময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

চখ/বিদ্যুৎ

এই বিভাগের আরও খবর