chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঐতিহাসিক সিরিজ জয়ের পর দেশে ফিরছে টাইগাররা

পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ইতিহাস গড়া জয়ের পর আজ রাতে দেশে ফিরছেন বাংলাদেশ দল। প্রথম ভাগে আজ রাত ১১টায় ঢাকায় এসে পৌঁছাবেন ক্রিকেটাররা। আর দলের বাকি সদস্যরা ঢাকায় এসে পৌঁছাবেন আজ দিবাগত রাত ২ টায়।   

টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ।

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের জয় নিশ্চিত হওয়ার পরপর টাইগারদের ফোন করে শুভেচ্ছা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশে ফেরার পর ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার।

চখ/ককন

এই বিভাগের আরও খবর