chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বাঁশখালীতে বৃদ্ধের মরদেহ উদ্ধার  

চট্টগ্রামের বাঁশখালীতে মোঃ সিরাজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) উপজেলার সরল ইউনিয়নের পূর্ব পাইরাং পাহাড়ি এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।    

মৃত ব্যক্তি উপজেলার সরল ইউনিয়নের জালিয়াঘাটা ৭ নং ওয়ার্ড এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

আজ সকালে ওই এলাকায় বৃদ্ধ লোকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে বাঁশখালী থানার ওসি সুধাংশু শেখর হালদার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মৃত ব্যক্তির শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মৃতদেহের পাশে একটি বিষের বোতল পাওয়া গেছে।

পরিবারসূত্রে জানা গেছে, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন।

এদিকে, ঘটনার প্রকৃত কারণ জানতে লাশটি ময়নাতদন্তের জন্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

চখ/ককন

 

এই বিভাগের আরও খবর