খাগড়াছড়িতে সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে ১ টাকার বাজার
খাগড়াছড়িতে বন্যাদুর্গতদের জন্য সেনাবাহিনী ও বিদ্যানন্দের উদ্যোগে ১ টাকার বাজার কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি ক্যান্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে খাগড়াছড়ি রিজিয়ন ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
১ টাকার বাজার থেকে ৫ শতাধিক পরিবার চাল, ডাল, তেল, মুরগী, মাছ, সুরক্ষা সামগ্রীসহ ১২ রকমের পণ্যে থেকে নিত্যপ্রয়োজনীয় ৭ রকমের পণ্য বাছাই করে নেন।
এ ছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে সাবলম্বী করতে গরুর বাচুর, ঘর, সেলাই মেশিন প্রদান করা হয়।
খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান, খাগড়াছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুল হাসনাত ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের মো. জামাল এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
তাসু/চখ