চট্টগ্রামে যৌথ বাহিনীর অভিযান শুরু, অস্ত্র ও জাল টাকা উদ্ধার
চট্টগ্রামের বায়োজিদ এলাকার আমিন কলোনির বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র, জাল টাকা, মোবাইল, ল্যাপটপসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে এই অভিযান চালায় যৌথ বাহিনী।
স্থানীয়রা জানান, বাড়িটি আল-আমিন নামের এক ব্যক্তির। তিনি মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন স্থানীয়রা। আধিপত্য বিস্তারের জন্য এসব দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করা হতো।
মেজর ফেরদৌস বলেন, অভিযানে দেশীয় অস্ত্র, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম, জাল টাকা, চোরাই মোবাইল ফোন ও ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।
এদিকে, মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর নগরীর বিভিন্ন স্থানে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযানে নেমেছে যৌথ বাহিনী।
মআ/চখ