বিলাসবহুল ল্যান্ড রোভার গাড়িটি পড়েছিল ওয়াসার মোড়ে!
নগরীর ওয়াসার মোড় এলাকায় ৪ দিন ধরে পড়ে ছিল একটি গাড়ি। তবে সেটি সাধারণ কোনো গাড়ি নয়, নামিদামি ব্র্যান্ডের বিলাসবহুল একটি গাড়ি। নাম তার ল্যান্ড রোভার গাড়ি।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে একই স্থানেই গাড়িটি পড়ে থাকতে দেখে খুলশী থানাকে জানায় স্থানীয় ব্যবসায়ীরা। পরবর্তীতে গাড়িটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে জানা গেছে।
এ বিষয়ে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম চট্টলার খবরকে বলেন , ৪ দিন ধরে গাড়িটি এখানেই পড়ে আছে। দাঁড়ানো দেখে সন্দেহ হলে কিছু ব্যবসায়ী আমাদের খবর দেয়। আমরা তাৎক্ষণিক গাড়িটি জব্দ করে থানায় নিয়ে এসেছি।
তিনি আরও বলেন আমাদের কাছে আবদুর রহমান নামে এক ব্যাক্তি গাড়িটির মালিকানা দাবি করেছেন । আমরা সঠিক তদন্তের মাধ্যমে গাড়ির মালিক কে ? কেন এই দামি গাড়ি রাস্তায় এভাবে ছিল সব কিছু জানতে পারব। পরে বিস্তারিত জানানো হবে।
এক সূত্রে জানা গেছে গাড়িটি ঢাকার গুলশান-২ এর ও এন্ড এম সলিউশন বাংলাদেশ লিমিটেডের নামে ঢাকার উত্তরা বিআরটিএতে রেজিস্ট্রিকৃত।
চখ/বিদ্যুৎ