chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে সিরিজ সেরা পুরস্কার দেবেন মিরাজ

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলে সিরিজ সেরা হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এই পুরস্কারের অর্থ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া এক রিকশাচালকের পরিবারকে দিতে চান তিনি।    

দুই ম্যাচ সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর সিরিজসেরা পুরস্কার নেওয়ার সময় মিরাজ বলেন, দেশ অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। ছাত্র আন্দোলনের সময় এক রিকশাচালক আহত হন, পরে তিনি মারা যান। এই সিরিজ সেরার অর্থ আমি তার পরিবারকে দিয়ে পাশে দাঁড়াতে চাই।

ম্যাচ শেষে মিরাজ তার ফেসবুক পেইজে লেখেন, এই অবদান উৎসর্গ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ভাই-বোন ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ সকলের প্রতি। আমার আজ ‘ম্যান অব দ্যা সিরিজ’ পুরস্কারের প্রাপ্ত অর্থ তুলে দিতে চাই আন্দোলনে শহীদ হওয়া এক রিকশাচালক ভাইয়ের পরিবারের হাতে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর