chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কান্নাভেজা চোখে অবসরের ঘোষণা সুয়ারেজের

অবশেষে অবসরের ঘোষণা দিয়ে দিলেন উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। জাতীয় দলের জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড গড়া ৩৭ বছর বয়সী তারকা আগামী শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোরে) প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলের ইতি টানবেন।

সোমবার (২ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে অবসরের সিদ্ধান্তের কথা জানান সুয়ারেজ। তিনি বলেন,‘হৃদয় ভেঙে যাচ্ছে। তবু জানাচ্ছি, আগামী শুক্রবারই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলব আমি।”

তিনি আরও বলেন, “সৌভাগ্যবশত, আমি আত্মবিশ্বাসী যে, জাতীয় দল থেকে অবসর নিচ্ছি। কারণ, আমি একটি নতুন কোনো জায়গায় যেতে চাই। আমার বয়স ৩৭ বছর। আমি জানি যে পরের বিশ্বকাপে যাওয়া খুব কঠিন। এটা আমাকে অনেক সান্ত্বনা দেয় যে, আমি নিজের ইচ্ছায় অবসর নিতে পারছি। ইনজুরির কারণে আমাকে অবসর নিতে হচ্ছে না। অথবা দল থেকে বাদ পড়ার কারণে অবসর নিতে হচ্ছে না। শেষ ম্যাচ পর্যন্ত আমি নিজের ১০০ শতাংশ দেব।’

গত জুলাইয়ে কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে গোল করেছিলেন সুয়ারেজ। তিনি বলেন, ‘চেয়েছিলাম আমার সন্তানরা দেখুক আমি দেশের জার্সিতে বড় কিছু করেছি। শেষ গোলটা ওদের কাছে খুব আনন্দের ছিল। আমরা ট্রফি জিততে পারিনি। কিন্তু আমার সন্তানেরা খুশি হয়েছিল আমার গোলে।’ সুয়ারেজ জানিয়েছেন তিনি ঘরের মাঠে অবসর নিতে চেয়েছেন। সেই কারণেই প্যারাগুয়ের বিপক্ষে খেলে অবসর নিচ্ছেন।

২০০৭ সালে অভিষেকের পর থেকে উরুগুয়ের জার্সিতে এখন পর্যন্ত তিনি খেলেছেন ১৪২টি ম্যাচ। দেশের হয়ে সর্বাধিক ৬৯টি গোল করেছেন তিনি। তার অবদানে ২০১১ সালের কোপা আমেরিকা ঘরে তোলে উরুগুয়ে।

ক্লাব ফুটবলে নিজের প্রভাব রেখে গেছেন তিনি। বার্সেলোনাতে মেসি ও নেইমারের সাথে দীর্ঘ সময় পার করেন তিনি। বর্তমানে তিনি মেসির সঙ্গে জুটি করে ইন্টার মায়ামি দাপিয়ে বেড়াচ্ছেন।

 

মআ/চখ