কালুরঘাট সেতুতে বেপরোয়া মোটরসাইকেল, অল্পের জন্য রক্ষা পেল তেলবাহী ট্রেন
চট্টগ্রামের কালুরঘাট সেতুতে সামান্যের জন্য বড়ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেল তেলবাহী একটি ওয়াগন। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে সেতু পার হওয়ার সময় বেপরোয়া কয়েকটি মোটরসাইকেলের ওয়াগনটি সামনে এসে পড়ে। বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে সেতুর মাঝ বরাবর এ ঘটনা ঘটে। তবে ট্রেনের গতি ধীর থাকায় কোনো দুর্ঘটনা ঘটেনি।
কালুরঘাট সেতুতে ওঠে ওয়াগনটি সামনে পড়া মোটরসাইকেলগুলো ফের ঘুরিয়ে বোয়ালখালী অংশে ফিরে গেছে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘অল্পের জন্য দুর্ঘটনা ঘটেনি। ফার্নেস অয়েলবাহী ওয়াগনটি ব্রিজে ওঠার আগে থেকে হর্ন দিয়ে আসছিল। এরপরও বোয়ালখালী অংশ থেকে কয়েকটি মোটরসাইকেল দ্রুতগতিতে ব্রিজ পার হওয়ার চেষ্টা করে সেতুতে ওঠে যায়। এর মধ্যে ওয়াগনটিও সেতুর মাঝ বরাবর পৌঁছে যায়। পরে দ্রুত কয়েকটি মোটরসাইকেল ঘুরে চলে যায়। আর কয়েকটি ব্রিজের পাশে থাকা আলাদা জায়গায় সরে যায়।
রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম বলেন, ‘প্রতিদিন তিন শিফটে ৬ জন গেটম্যান কাজ করে। ট্রেন আসার আগে গেটম্যান থেকে ক্লিয়ারেন্সের নিয়ে ট্রেন ব্রিজে ওঠে। নির্দেশনা অমান্য করে বেপরোয়া মোটরসাইকেলগুলো ব্রিজে ওঠে পড়ে।’
তিনি আরও বলেন, আজ একটুর জন্য আমাদের অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত। কেউ যদি আইন অমান্য করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার চিন্তা আমাদের আছে। আমি বিষয়টি নিয়ে সবার সাথে আলোচনা করব।
চখ/বিদ্যুৎ