chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামে রং মিশিয়ে মসলা বাজারজাত, দেড় লক্ষ টাকা জরিমানা  

নগরীর মিয়াখাঁন নগর, বাকলিয়া এলাকায় একটি ভেজাল মরিচ,মসলা এবং হলুদ প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ,৫০,০০০/- টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (০২ সেপ্টেম্বর) জয় মসলা ফুড প্রোডাক্টস নামের এই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।   

ভোক্তা অধিকার  সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগ এবং ছাত্র জনতার সমন্বয়ে বাজার তদারকির সময় জয় মসলা ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানটি অতি নিন্মমানের শুকনো মরিচ ক্রাসিং করে অনুনোমোদিত টেক্সটাইল রং ব্যবহার করতে দেখা যায়। জানা যায় অনুনোমোদিত টেক্সটাইল রং মিশিয়ে দীর্ঘদিন ধরে বাজারজাত করছে প্রতিষ্টানটি।

উক্ত অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারা মোতাবেক ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়। পরবর্তীতে টেক্সটাইল রং মিশ্রিত ভেজাল মরিচের গুঁড়ো জনসমক্ষে ধ্বংস করা হয়।

অভিযান পরিচালনার উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জনাব ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো: আনিছুর রহমান, সহকারী পরিচালক  জনাব রানা দেব নাথ এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আকতারসহ সচেতন ছাত্রবৃন্দ।

চখ/ককন

এই বিভাগের আরও খবর