chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারিতে সিএনজি চালকের আত্মহত্যা

হাটহাজারীতে আর্থিক অনটনের কারণে মো. রুবেল (৩২) নামের এক সিএনজি চালক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। রবিবার (০১ সেপ্টেম্বর) সকালের দিকে হাটহাজারী পৌরসভার পূর্ব দেওয়াননগর ৩নং ওয়ার্ডের আজিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।  

আত্মহত্যাকারী রুবেল ওই বাড়ির মো. শফিকুল ইসলাম প্রকাশ শফি ভান্ডারীর ছেলে।

নিহতের ভাই কুতুবউদ্দিন বলেন, ‘আমি তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ হৈচৈ শুনে ঘুম ভাঙে আমার। রুবেল তার চালিত সিএনজিটি গ্যারেজে কাজ করতে দিয়েছিলো। তাই প্রায় ১৫ হাজার টাকা যোগাড় করতে হচ্ছিল। আজকে গ্যারেজ থেকে গাড়িটি আনার কথা ছিলো। ১২ হাজার টাকা ধার দেনা করে জোগাড় করা সম্ভব হলেও বাকী তিন হাজার টাকার আমার বাবার কাছে চায় সে। কিন্তু মা অসুস্থ, তিনিও নগরীর একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এই অবস্থায় বাবা এবং আমাদের হাতেও তেমন টাকা ছিলোনা। তাই তাকে টাকা দেয়া সম্ভব হয়নি। হয়তো অভিমান করেই আত্নহত্যা করতে সকালের দিকে সে ঘরের সিলিং এর সাথে ফাঁসিতে ঝুলে পড়ে।’

পরে তার স্ত্রী ঘরে ঢুকে তাকে ফাঁসিতে ঝুলতে দেখে চিৎকার করলে আশপাশের সবাই দৌঁড়ে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

প্রতিবেশী রিয়াদ জানান, নিহত রুবেলের ফাহিয়া (১১) ও জান্নাতুল মাওয়া (৮) নামে দুই মেয়ে এবং মাহির নামের ছয় বছর বয়সী একটি পুত্র সন্তান আছে।

হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার বিভাস কুমার সাহা জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকলে বিনা ময়নাতদন্তে পরিবারকে হস্তান্তর করা হবে।

চখ/ককন

 

এই বিভাগের আরও খবর