chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চুয়েটের শ্রেণি কার্যক্রম শুরু ৮ সেপ্টেম্বর

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসন পুনরায় ক্লাস শুরুর তারিখ ঘোষণা করেছে। রবিবার (১ সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক অনুষ্ঠিত সভায় আগামী ৮ সেপ্টেম্বর থেকে নিয়মিত ক্লাসসহ সব একাডেমিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় ২৪ আগস্ট স্থগিতকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের একাডেমিক কার্যক্রম ৮ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। আগের অসমাপ্ত পরীক্ষা শুরু হবে ১৫ সেপ্টেম্বর থেকে। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানেরা নিয়মানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

দেশের সার্বিক বন্যা পরিস্থিতি বিবেচনায় ২৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের একাডেমিক কার্যক্রম এবং পরীক্ষাসমূহ স্থগিত করার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১২ জুন ঈদুল আজহা উপলক্ষে বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়। এরপর ২২ জুন কয়েকটি বিভাগে ক্লাস শুরু হয়। পরে সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে ২৫ জুন শুরু হয় শিক্ষকদের অর্ধদিবস কর্মবিরতি। গত ১ জুলাই শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি ও কোটা সংস্কার আন্দোলন শুরু হলে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর