কাপ্তাইয়ে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে কুপিয়ে জখম
রাঙামাটির কাপ্তাইয়ে ছাত্রলীগের ৪ নেতা-কর্মীকে একদল দুর্বৃত্ত কুপিয়ে জখম করেছে। শনিবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৯টায় কেপিএম উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের কেপিএম সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে ৯ টার দিকে হত্যা মামলায় জামিনে আসা আসামি সোহেলের নেতৃত্বে কয়েকজন যুবক প্রথমে সাবেক ছাত্রলীগ নেতা আজিমকে হাতুড়ি দিয়ে ব্যাপক মারধর করে রক্তাক্ত করে। খবর পেয়ে রনি, রাফি, তুষার তাকে বাঁচাতে আসলে তাদেরও ১৫/২০ জনের একদল দুর্বৃত্ত মারধর ও কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। পরে তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। আহত চারজনই চন্দ্রঘোনা ইউনিয়ন ও কাপ্তাই উপজেলা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক ও বর্তমান নেতা বলে জানা গেছে।
আহত আজিমের বড় ভাই মিজান জানিয়েছেন, আমার ভাই আগে রাজনীতি করতো। এখন সক্রিয় না। তাকে কোন কারণ ছাড়াই সোহেলের নেতৃত্বে পথ আটকে হাতুড়ি দিয়ে ব্যাপক মারধর করা হয়। তার সারা শরীরের হাতুড়ির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে।
কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক জানান, ঘটনা আমরা রাতে শুনেছি। তবে দুপুর পর্যন্ত এ বিষয়ে কেউ মামলা বা অভিযোগ করেনি।
চখ/ককন