chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কাপ্তাই হ্রদে ডুবে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ হওয়া প্রশান্ত চাকমা (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ায় সার্ভিস। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে বিলাইছড়ি উলজেলার ধুপ্পারচর এলাকায় এ ঘটনা ঘটেছে।  

স্থানীয় ও ডুবুরি সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে বিলাইছড়ি উপজেলা সদরের ভাইবোন পাড়ার ধুপ্পারচর এলাকা সংলগ্ন কাপ্তাই হ্রদের পানিতে ডুবে নিখোঁজ হয় প্রশান্ত চাকমা। পরে রাঙামাটি ফায়ার স্টেশনের ডুবুরি দল ঘটনাস্থলে যায়। সেখানে ডুবুরি দলের সদস্যরা নিখোঁজ প্রশান্ত চাকমার মরদেহ পানির নিচ থেকে উদ্ধার করে। পরে স্থানীয় থানা পুলিশের সহায়তায় অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিসের রাঙামাটি স্টেশন অফিসার নুরুল হুদা। তিনি জানান, শুক্রবার দুপুরে খবর পেয়ে আমাদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে বিকালে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার অভিযানে যাওয়া টিম ফিরলে বিস্তারিত জানা যাবে।

চখ/ককন

এই বিভাগের আরও খবর