রাঙ্গামাটিতে পানিতে পড়ে শিশুর মৃত্যু
রাঙ্গামাটির লংগদুতে পানিতে ডুবে তাসলিমা নামের আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার মাইনীমুখ ইউনিয়নের সোনাই মালাদ্বীপ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটি এলাকার মালাদ্বীপ গ্রামের বোট-চালক কাদির হোসেনের ছোট মেয়ে।
কাদির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে তাসলিমাসহ বাচ্চারা ঘরের সামনে খেলছিল। আমি ঘরের কাজে ব্যস্ত ছিলাম। হঠাৎ বাচ্চাদের আওয়াজ না পেয়ে আমরা দ্রুত নদীর কাছে গিয়ে খুঁজতে শুরু করি। আশেপাশে খুঁজে না পেয়ে পানিতে খোঁজাখুঁজি করলে কিছুক্ষণ পর তাসলিমার নিথর দেহ পানির নিচে পাওয়া যায়।
লংগদু থানার ওসি হারুনুর রশীদ জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। এখন কাপ্তাই হ্রদ পানিতে ভরপুর। এই সময় শিশুদের প্রতি বিশেষ নজর রাখতে হবে।
চখ/ককন