সাফজয়ীদের সংবর্ধনা দেবে সরকার
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশীপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। এই সাফল্যের জন্য বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলকে সংবর্ধনা দেবে সরকার। বৃহস্পতিবার (২৯ আগস্ট) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।
ফাইনালে মিরাজুল ইসলামের জোড়া গোল এবং অন্য গোল দুটি করেন রাব্বি হোসেন রাহুল ও পিয়াস আহমেদ নোভা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন সামির তামাং। এর আগে তিনবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা।
তবে চতুর্থবার এসেই কাঙ্ক্ষিত শিরোপার স্বাদ গ্রহণ করলো মারুফুল হকের শিষ্যরা। দারুণ এই সাফল্যের জন্যা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সকলকে সংবর্ধনা দেবে সরকার।
বৈঠক শেষে যমুনার গেটে সাংবাদিকদের ব্রিফ করেন বন, পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, বয়সভিত্তিক সাফ আসরে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে সংবর্ধনা দেয়া হবে।
তিনি আরও, ‘সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ায় ফুটবল টিমকে সংবর্ধনা দেয়া হবে।’ সঙ্গে জানান, পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট বিজয়ে সকল খেলোয়াড়-কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে উপদেষ্টা পরিষদ।
চখ/ককন