chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে এফএমসি ডকইয়ার্ডে দুর্বৃত্তের হানা, ২ সিকিউরিটি আহত

বোয়ালখালীতে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ডে হানা দিয়ে নিরাপত্তারক্ষীদের মারধর করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী  ডকইয়ার্ডে এ ঘটনা ঘটেছে।   

এসময় ৪টি মোবাইল সেট ও ৫০-৬০টি ইলেকট্রনিক ক্যাবেল নিয়ে গেছে দুর্বৃত্তরা।

প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ নির্মল প্রিয় ত্রিপুরা বলেন, ‘কর্ণফুলী নদী পথে ইঞ্জিন চালিত নৌকায় ২৫-৩০ জনের একটি দল ধারালো দেশিয় অস্ত্র নিয়ে ডকইয়ার্ডে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে ফেলে। এতে বাঁধা দিলে একজন সিকিউরিটিকে ঘুষি মেরে দাঁত ভেঙে ফেলে এবং দায় দিয়ে কোপ দিলে আমি পায়ে আঘাত পাই।’

এব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নির্মল প্রিয় ত্রিপুরা।

চখ/ককন

 

 

এই বিভাগের আরও খবর