লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের নতুন কমিটি গঠন
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল লায়ন্স জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশ লায়ন্স ক্লাব অব চিটাগাং ফিনিক্সের ২০২৪-২০২৫ লায়ন্স সেবা বর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে।
এতে ক্লাব সভাপতি হিসেবে লায়ন্স ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন আহমেদ, সেক্রেটারী লায়ন্স মোঃ তৌহিদুল ইসলাম, ট্রেজারার লায়ন্স আনিসুর রহমান চৌধুরী এম জে এফ এবং মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন্স মোহাম্মদ মাহাবুবুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
চখ/ককন