সোনালী ব্যাংকের চেয়ারম্যান হলেন রাউজানের সন্তান মুসলিম চৌধুরী
চট্টগ্রামের রাউজানের সন্তান সাবেক কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী ৩ বছরের জন্য সোনালী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে ২০ আগস্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
জানা গেছে, নতুন চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুসলিম চৌধুরীর নিয়োগের আদেশের কপি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, মুসলিম চৌধুরীর বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার কদলপুর গ্রামে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
চখ/ককন