সীতাকুণ্ডে খালে মাছ ধরতে গিয়ে আইআইইউসি শিক্ষার্থীর মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে খালের পানিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাংয়ের (আইআইইউসি) এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুর ২টার সময় চমেক হাসপালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত ছাত্রের নাম রায়হান উদ্দিন রাজু (২৫)। সে অর্থনীতি বিভাগের মাস্টার্সের ছাত্র ছিল। রাজু উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের ছলিমুল্লাহ খান সাহেবের বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাজুসহ তারা কয়েকজন বন্ধু মিলে সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর এলাকার ভূঁইয়ারহাট খালে হাতল জাল দিয়ে বন্যার পানিত ভেসে আসা মাছ ধরতে যায়। রাজু জাল মারার একটা সময়ে জালটি পানির নিচে একটি খুটির সাথে আটকে যায়। পরে আটকা পড়া জালটি উদ্ধার করতে সে পানিতে ডুব দেয়। প্রথম ডুবের পর দ্বিতীয় ডুব দিলে সে আর উঠেনি। দীর্ঘক্ষণ সে পানি থেকে না উঠলে এক পর্যায়ে বন্ধুরা তাকে খোঁজাখুঁজি শুরু করে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে তাকে নিজের জালে পেঁচানো মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে (চমেক )নেয়ার পথে দুপুর ২টার সময় রাজু মৃত্যুবরণ করেন।
চখ/বিদ্যুৎ