chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চমেকে ছাত্রলীগের ২ গ্রুপের হাতাহাতি, আহত ২

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনায় দুই শিক্ষার্থী আহত হয়েছে। বিবাদমান গ্রুপ দুটি সাবেক মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন এবং শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীর অনুসারী জানা গেছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকালে সাড়ে ৪ টার দিকে ছাত্রাবাসের ক্যান্টিনে এ ঘটনা ঘটে।

এই দিকে কথা কাটাকাটির জের দু’গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে ২ জন আহত হয়েছে । তার মধ্যে একজনের নাম জানা গেলেও অন্য জনের নাম জানা যায়নি। আহত একজন হলেন, মেডিকেল চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিনের অনুসারী অনির্বাণ কুমার দে (২২) ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূইয়া বলেন, দুই গ্রুপের হাতাহাতি ঘটনা হয়েছে। কিন্তু আমি অসুস্থ থেরাপি দেয়ার জন্য গোলপাহাড়ের মোড়ে একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ ক্যাম্প ও লাইনের রিজার্ব পুলিশ রয়েছে।

এই দিকে অনির্বাণ কুমার দে আহত অবস্থায় চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ২৬নং অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে ভর্তি দেন বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর