পোশাক শ্রমিক হত্যা, শেখ হাসিনারসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা
পোশাক শ্রমিক সোহেল রানা হত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২০ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলার আবেদন করেন নিহতের ভাই মো. ইব্রাহিম।
মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নুর তাপস, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিল, ছাত্রলীগ সভাপতি মো. সাদ্দাম হোসেন, সাবেক ডি.বি প্রধান হারুন উর রশিদ, ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমারসহ ২৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে আবেদন করা হয়েছে।
মামলার আবেদনে বলা হয়, ছাত্র জনতার নেওয়া যৌক্তিক দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চলছিল। কোন প্রকার উসকানি ছাড়া পুলিশ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী একত্রিত হয়ে ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষ হত্যা করে। তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী আন্দোলন চলাকালীন তা শক্ত হাতে দমন করার নির্দেশ দেন।
তাসু/চখ