chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের

সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৮ জন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৮ জন। আজ বৃহস্পতিবার এতে বলা হয় শেষ ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই নারী। তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়, আরেকজনের বরিশালের একটি হাসপাতালে ও অপরজনের মৃত্যু হয়েছে খুলনার একটি হাসপাতালে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২২৮ জন। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৮৫ জন ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। এর বাইরে চট্টগ্রাম বিভাগে ৫০, বরিশাল বিভাগে ৪২, ঢাকা উত্তর সিটিতে ১৯, ঢাকা মহানগরের বাইরে ১৬, খুলনা বিভাগে ৯, ময়মনসিংহ বিভাগে ৬ ও রাজশাহী বিভাগের হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।

চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৯৩০ জন। এর মধ্যে চলতি মাসে এ পর্যন্ত ভর্তি হয়েছেন ২ হাজার ৬১০ জন। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭৪ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে মারা যাওয়া রোগীদের মধ্যে ৫১ দশমিক ৪ শতাংশ নারী। আর পুরুষ ৪৮ দশমিক ৬ শতাংশ।

চখ/ককন

এই বিভাগের আরও খবর