chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি চলমান : স্থানীয় সরকার উপদেষ্টা

মাঝখানে একটা বিরতি থাকলেও ডেঙ্গু নিয়ন্ত্রণ কর্মসূচি চলমান রয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টার অফিস কক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে আপনাদের পরিকল্পনা কী? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ তিনটি বিষয় রয়েছে। প্রথমটি হচ্ছে কাজে গতিশীলতা আনয়ন করা। দ্বিতীয়ত রেজাল্ট ওরিয়েন্টেড গতিশীলতা আনা।

তিনি বলেন, সিটি করপোরেশন থেকে ডেঙ্গুর বিষয়ে যারা কাজ করছেন তাদের সঙ্গে বসবো, প্রিভেন্টিভ মেজার কি নেওয়া যায়, এখানে গণমাধ্যমের একটা বিশেষ অবদান রয়েছে। সিটি করপোরেশন থেকে না হয় বিভিন্ন ডোবা নালায় ওষুধ ছেটানো হলো, বাসা বাড়ির ছাদে, জানালার টবে যে পানি জমে সেখানে নাগরিক সচেতনতা প্রয়োজন। এই সচেতনতার জন্য গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রিভেনটিভ মেজর শক্তিশালী হইলে যারা অসুস্থ আছেন তাদের চিকিৎসা সীমিত হয়ে আসবে। হেলথ সেক্টরের সাথে ক্লোজ কো-অর্ডিনেশন প্রয়োজন। এখন যেহেতু ডেঙ্গু সেই পর্যায়ে নেই, আমাদের যেন সেই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করতে না হয়।

চখ/ককন

এই বিভাগের আরও খবর