chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নির্মাতার বিরুদ্ধে অভিনেত্রীর গুরুতর অভিযোগ

চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন অভিনেত্রী এলিনা শাম্মী। দেশের অনেক নির্মাতার সঙ্গে কাজ করেছেন। এবার এক নির্মাতার বিরুদ্ধে দীর্ঘ দিনের জমে থাকা ক্ষোভ প্রকাশ করলেন সোশ্যাল হ্যান্ডেলে। নাম উল্লেখ না করে এ চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে এনেছেন নানা অভিযোগ।

বুধবার (১৪ আগস্ট) রাতে এলিনা শাম্মী তার ফেসবুক পোস্টে নাম প্রকাশ না করে নির্মাতাকে ‘চাটুকর’, ‘দালাল’ বলে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন।

স্ট্যাটাসের শুরুতে এলিনা শাম্মী লেখেন, একজন চাটুকার ডিরেক্টর, সাবেক সরকারের আমলে দালালি, চাটুকারিতা, তোষামোদি করে টিকে থেকেছে। শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি, দু-চারজন প্রধান চরিত্র ছাড়া বাকিরা আর কোনোদিন তার কাছ থেকে পারিশ্রমিক আদায় করতে পারেনি। কথার ফুলঝুরি ছড়িয়েছে সবসময়। চাপাবাজিতে সে বদ্ধপরিকর। এখন আবার সুযোগ বুঝে চাটুকারি আর তোষামোদি শুরু করেছে। প্রতিদিন নীতিবাক্য পোস্ট করছে অবলীলায়। লজ্জা শরমের বালাই নাই, একজন নীতিহীন, ঠগবাজ, ধান্দাবাজ মানুষ যে শিল্পীর যথাযথ সম্মান দেয় না, প্রাপ্য পারিশ্রমিক দেয় না তার ওয়ালে এসব নীতিবাক্য দেখলে সত্যিই গা জ্বালা করে।

নির্মাতাকে শুধরানোর পরামর্শ দিয়ে এলিনা শাম্মী লেখেন, এত চেহারা পাল্টে কি হবে? চেহারা পাল্টে অন্যায় করে কেউ ছাড় পায়নি এ পর্যন্ত, আপনিও পাবেন না। তাই এসব নটাংকি বাদ দেন। নিজেকে পারলে শুধরান, নয়তো চুপ থাকেন। আপনাকে মানুষ চেনে, এসব নীতিবাক্য দিয়ে একজন হাসির পাত্র সাজছেন।

এলিনা শাম্মীর এ পোস্টের কমেন্ট বক্সে মন্তব্য সহকর্মী, ভক্ত-অনুরাগীরা সেই পরিচালকের নাম জানতে চেয়েছেন। প্রশ্ন ছুড়ে দিয়ে অনেকেই লিখেছেন, এখন নাম বলতে সমস্যা কি? তার নাম কেন আড়াল করছো?

এ প্রশ্নের জবাবে এলিনা শাম্মী বলেন, ‘সামনে তার একটা সিনেমা মুক্তি পাবে। তাই নামটা বলিনি, চাই না সিনেমাটার ক্ষতি করতে। তবে বলবো, সিনেমাটি মুক্তির পর।

  • ফখ/চখ

 

এই বিভাগের আরও খবর