চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা চট্টগ্রামে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে নিউমার্কেট চত্বরে বিক্ষোভ করেন তাঁরা।
সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’র কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনার বিচারসহ চার দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হচ্ছে। নিউমার্কেট চত্বরে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে উপস্থিত শিক্ষার্থীরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাস্তি দাবি করে স্লোগান দেন। গত ১৩ আগস্ট থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চার দফা দাবিতে সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’ কর্মসূচি পালন করে আসছে।
চখ/ককন