রবিবার থেকে খুলবে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান
আগামী রবিবার (১৮ আগস্ট) খুলবে দেশের দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান । বৃহস্পতিবার (১৫আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ নির্দেশনা দিয়ে আদেশ জারি করেছে।
নির্দেশনায় বলা হয়, আগামী রবিবার (১৮ আগস্ট) থেকে বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে। এর আগে গত বুধবার (১৪ আগস্ট) থেকে খুলে দেওয়া হয়েছে দেশের সব প্রাথমিক বিদ্যালয়।
প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, এই তালিকায় ছিল প্রাথমিক বিদ্যালয়ও।
চখ/বিদ্যুৎ