চট্টগ্রাম কলেজ অধ্যক্ষের পদত্যাগের দাবি শিক্ষার্থীদের
কোটা সংস্কার আন্দোলনের সময় চট্টগ্রাম কলেজ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলায় নিরব থাকায় চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর পদত্যাগ দাবি করছেন চট্টগ্রাম কলেজ শিক্ষার্থীরা।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের সমন্বয়ক ওমর ফারুক বিজনেস বাংলাদেশকে বলেন, কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীরা যখন আন্দোলনে গিয়েছিল, তখন কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালাই। চট্টগ্রাম কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। এমন মেরুদণ্ডহীন প্রশাসনের প্রধান অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
সমন্বয়ক ওমর ফারুক আরও বলেন, হোস্টেল যে ফরম ছাড়া হয়েছে অনতি বিলম্বে তা বন্ধ ঘোষণা করে হোস্টেল সংস্কার করতে হবে৷ দীর্ঘদিন বন্ধ থাকায় জং এ ধরেছে। এরপরে হোস্টেল চালু হবে। এ ছাড়া চট্টগ্রাম কলেজে ছাত্রলীগের যে অস্ত্র সরাঞ্জাম ছিলো সেগুলো খুঁজে বের করে সেনাবাহিনী কিংবা পুলিশ প্রশাসনের কাছে দিতে হবে এবং ছাত্রলীগের যারা অস্ত্র নিয়ে ছাত্রদের উপর হামলা করেছে সকল কে সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
- ফখ|চখ