chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে, এসময় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৩৩ জন । বুধবার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমে এ তথ্য জানিয়েছে।

সকাল ৮টা থেকে বুধবার (১৪ আগস্ট) সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ৭১ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ২৩৩ জন। তাদের মধ্যে ৫৭ জন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ২৯ জন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার। অন্যরা ঢাকা মহানগরের বাইরে অবস্থান করছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৮৬১ জন রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকাতে ৪৯৯ জন। ৩৬২ জন অন্যান্য বিভাগে রয়েছেন। এ বছর এখন পর্যন্ত হাসপাতালে মোট ভর্তি হন ৮ হাজার ৭০২ জন।

চখ/ককন

এই বিভাগের আরও খবর