chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অন্যন্যা আবাসিকে এনজিওকর্মীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর  অন্যন্যা আবাসিক এলাকায় একটি ড্রেনের পাশ থেকে ডালিম কুমার দে নামে এক এনজিওকর্মীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ আগস্ট) সকাল ৮টা নাগাদ এ মরদেহটি উদ্ধার করার তথ্যটি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবীর।

নিহত ব্যাক্তি সামাজিক উন্নয়ন সংস্থা  ঘাসফুলের বহাদ্দরহাট শাখার সহকারী কর্মকর্তা ছিলেন। তিনি পটিয়া উপজেলার ১৩নং দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের বাসিন্দা ।

এ বিষয়ে স্ংস্থাটির  উদ্ধতন কর্মকর্তা সিরাজুল ইসলামের সাথে কথা হলে তিনি চট্টলার খবরকে বলেন, ডালিম কুমার দে আমাদের ভাল একজন সহকর্মী ছিলেন। তিনি গত ২৯ জুলাই ফিল্ডে কাজ শেষ করে  অফিসে ফেরার সময় ঘাসফুল এর মাঠ পর্যায়ের সমিতির উত্তোলিত টাকাসহ নিখোঁজ হন। আমরা পুরো ঘাসফুল পরিবার তন্ন তন্ন করে খুঁজেছি । তাঁকে না পেয়ে নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। আজ (শুক্রবার) সকালে অন্যন্যা আবাসিক এলাকাস্থ এভারকেয়ার হাসপাতালের পরে পাশের এলাকার একটি ড্রেনের পাশে বস্তাবন্দী অবস্থায় তাঁকে পাওয়া গেছে এটা জেনে আমরা চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের (চমেক)মর্গে দেখে আসি। বিষয়টি নিয়ে আমরা ঘাসফুল পরিবার খুবই মর্মাহত। আমরা এর সঠিক বিচার চাই ।

চান্দগাঁও থানার ওসি  জাহেদুল কবীর বলেন,  ‘ঘাসফুল নামে একটি এনজিওতে কাজ করতেন ডালিম কুমার দে। মরদেহ উদ্ধারের পর তার পকেটে থাকা পরিচয়পত্র থেকে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি। তিনি ২৯ জুলাই অফিস থেকে মাঠ পর্যায়ের কাজে বের হওয়ার পর থেকে নিখোঁজ হন। এ নিয়ে তার স্ত্রী বাকলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেছিলেন। আজ (শুক্রবার) সকালে অন্যন্যা আবাসিক এলাকাস্থ এভারকেয়ার হাসপাতালের পরে পাশের এলাকার একটি ড্রেনের পাশে বস্তাবন্দী অবস্থায় মরদেহটি পাই। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া ও তদন্ত চলমান আছে।’

চখ/ বিদ্যুৎ/ককন

 

এই বিভাগের আরও খবর