স্বাধীনতা বিরোধী ঘাঁটির সকল চিহ্ন মুছে দিতে হবে : নাছির
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘নিষিদ্ধ জামাত-শিবিরের আশ্রয় ও প্রশ্রয়দাতা বিএনপি নামক স্বাধীনতা বিরোধীর ঘাঁটির সকল চিহ্ন মুছে দিতে হবে।’ শুক্রবার (২ আগস্ট) ওয়াসার মোড়ে জমিয়তুল ফালাহ্ জামে মসজিদে জুমার নামাজ শেষে আ. লীগের নৈরাজ্য বিরোধী অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ নিষিদ্ধ জামাত-শিবিরের আস্তানা ও ঘাঁটি চিহ্নিত করে তাদেরকে নিশ্চিহ্ন করার প্রত্যয়ে একাত্তরের হাতিয়ারকে শাণিত করার সময় এসেছে। নিষিদ্ধ জামাত-শিবিরের আশ্রয় ও প্রশ্রয়দাতা বিএনপি নামক স্বাধীনতা বিরোধীর ঘাঁটির সকল চিহ্ন মুছে দিতে হবে।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে অবৈধভাবে ক্ষমতা দখলকারী জিয়া সাদরে আমন্ত্রণ জানিয়েছিল। এই পাপ তাদেরকে বহন করতেই হবে।নতুন প্রজন্মকে জানতে হবে পাপিষ্ট কারা এবং যারা স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিশ্বাস করে না এবং রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে। ’
এ সময় উপস্থিত ছিলেন উত্তর জেলা আ. লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান আতা, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. ইউনুছ, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ নোমান আল মাহমুদসহ অন্যান্যরা।
চখ/ককন