chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গান শিখছেন আমির খান

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা আমির খান, স্বভাব ও আচরণে অন্যান্য তারকার চেয়ে আলাদা। এজন্য তাকে ডাকা হয় ‘মিস্টার পারফেকশনিস্ট’। এবার জানা গেল, গান শিখছেন আমির। তবে কি গায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন? প্রশ্ন অনেকের মনে।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, জুহুতে একটি গান লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান। সেখানে এসেছিলেন সেলিম সুলেমান। ৩১ তারিখের এই অনুষ্ঠানে এই দুই সঙ্গীত পরিচালককে তিনি জানান তিনিও বর্তমানে গান শিখছেন। বলেন, ‘তোমরা হয়তো জানতে খুশি হবে। আমি গান গাওয়া শিখছি।’

আমির আরও বলেন, ‘আমি আনুষ্ঠানিক ভাবে তালিম নিচ্ছি গানের। আমার একজন গুরু আছেন, উনিই আমায় গান শেখাচ্ছেন। গত এক বছর ধরে আমি গান শিখছি।’

এদিকে হঠাৎ কেন গান শিখছেন আমির— অনেকের মুনে প্রশ্ন। তবে কি তাকে গায়ক হিসেবে দেখা যাবে— ভাবছেন কেউ কেউ। তবে এ নিয়ে কোনো কথা বলেননি আমির খান।

চখ/ককন

এই বিভাগের আরও খবর