মাছ শিকারে গিয়ে বঙ্গোপসাগরে নিখোঁজ ১
বঙ্গোপসাগরের টেকনাফ উপকূলে মাছ শিকারে গিয়ে নৌকা ডুবির ঘটনায় একজন নিখোঁজ হয়েছে। শুক্রবার (২ আগস্ট) ভোর ৫ টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ পশ্চিম পাড়া উপকূলে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়া জেলে আবদুর রহমান (১৭)। তিনি শাহপরীর দ্বীপ ৭নং ওয়ার্ডের মাঝের পাড়া গ্রামের হাফেজ উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক।
ডুবে যাওয়া ট্রলারটির মালিক বকসু মিয়া জানান, প্রতিদিনের মত নৌকা নিয়ে ৫ জন মাঝিমাল্লা সাগরের মাছ শিকারে যায়। মাছ শিকার করে ফেরার সময় শাহপরীরদ্বীপ উপকূলে সাগরের ঢেউয়ের আঘাতে নৌকাটি কাত হয়ে ডুবে যায়। তাৎক্ষণিক নৌকার মাঝিসহ ৪ জন সাঁতরে আরেকটি ট্রলারে উঠে পড়ে। কিন্তু রহমত উল্লাহ নামে ১ জেলে উঠতে পারেনি। তিনি নিখোঁজ রয়েছেন। অন্যরা নিরাপদে বাড়ি ফিরেছেন।
শাহপরীরদ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, সাগরে মাছ ধরার নৌকা ডুবে এক জেলে নিখোঁজ রয়েছে। একই নৌকায় থাকা বাকি ৪ জেলে নিরাপদে শাহ পরীর দ্বীপ পশ্চিম পাড়া ঘাটে পৌঁছেছেন।
চখ/ককন