টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ আটক ১
কক্সবাজারের টেকনাফের নাফনদীর বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. ফারুক (২৪) নামে এক যুবককে আটক করেছে বিজিবি।
শুক্রবার (২ আগস্ট) ভোরে হোয়াইক্যং ইউপি নাফ নদীর বেড়িবাঁধ সংলগ্ন রফিকের ঘের এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক ফারুক টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউপি কুতুবদিয়াপাড়ার বাসিন্দা আব্দুর শুক্কুরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ২-ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উনচিপ্রাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-১৭ হতে আনুমানিক ৮০০ গজ উত্তর দিকে রফিকের ঘের নামক এলাকায় অভিযান চালান বিজিবির সদস্যরা। এ সময় দুইজন ব্যক্তিকে ব্যাগ হাতে নিয়ে নাফনদী পার হয়ে বেড়িবাঁধের দিকে আসতে দেখেন তারা। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। এ সময় দুজনের মধ্যে এক যুবককে আটক করতে সক্ষম হয়। পরে আটকের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটকের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
মুহভ/চখ