chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সকাল কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে মোগলাই

আমাদের সবারই পছন্দের একটি খাবার হচ্ছে মোগলাই পরোটা। বাসাই এখন খুব সহজে বানিয়ে খেতে পারেন সকালে কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে মোগলাই পরোটা। জেনে নিন কিভাবে তৈরি করবেন পারফেক্ট মোগলাই পরোটা-

উপকরণ: ময়দা- দুই কাপ, তেল- তিন চা চামচ, কাঁচামরিচ কুচি- এক চা চামচ, পেঁয়াজ কুচি- দুই চা চামচ, ডিম- তিনটি, লবণ ও পানি পরিমাণমতো, ভাজার জন্য তেল।

যেভাবে তৈরি করবেন: প্রথমে ময়দা, লবণ ও তেল একসাথে মিশিয়ে হালকা গরম পানি দিয়ে মেখে আধাঘণ্টা ঢেকে রেখে দিন। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ডিম ও লবণ একসঙ্গে ফেটে নিন। এবার পিঁড়িতে তেল মেখে বানানো খামির পরিমাণ ময়দা নিয়ে রুটি বেলে নিন। রুটির মাঝে ফেটানো ডিম ছড়িয়ে দিয়ে চার পাশ ভাঁজ করে নিন। ভাঁজটা এমন হতে হবে যেন ভেতরের ডিম বাইরে বেরিয়ে না আসে। এবার মাঝারি আঁচে একটা ছড়ানো ফ্রাই প্যানে ডুবোতেলে সাবধানে পরোটা বাদামি করে ভেজে নিতে নিন।

ছুরি দিয়ে কেটে পছন্দের সালাদ বা সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম মোগলাই পরোটা।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর