তৃতীয় লিঙ্গের জানাজা ও দাফন-কাফনের নিয়ম কী?
মুসলিম তৃতীয় লিঙ্গ মারা গেলে তাদের গোসল দেওয়া, কাফন পরানো, দাফন করা ও জানাজার নামাজ পড়া বিষয়ে শরিয়তের বিধান সুস্পষ্ট। স্বাভবিক নারী-পুরুষ মারা গেলে যে নিয়ম-কানুন ও দোয়া-দরুদ পড়তে হয়, তৃতীয় লিঙ্গের বেলায়ও তা-ই করতে হয়। তাদের ক্ষেত্রে ব্যতিক্রম হলো-
যে তৃতীয় লিঙ্গের বাহ্যিক অবয়ব পুরুষের মতো, মৃত্যুর পর তার লাশের ক্ষেত্রে পুরুষ মাইয়েতের বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ গোসল দেওয়া, কাফন পরানো, দাফন করা ও জানাজার নামাজসহ সবই পুরুষের মতো করতে হবে।
আর যে তৃতীয় লিঙ্গের অবয়ব নারী সদৃশ এবং তার মধ্যে মেয়েলি নিদর্শনই বেশি। তার মৃত্যুর পর উল্লেখিত সব ক্ষেত্রে নারী মাইয়েতের বিধান প্রযোজ্য হবে। অর্থাৎ গোসল দেওয়া, কাফন পরানো, দাফন করা ও জানাজার নামাজসহ সবই নারীর মতো করতে হবে।
(কিতাবুল আছল ৯/৩২২; শরহু মুখতাসারিত তাহাবি ৪/১৪৯; আলইখতিয়ার লিতা‘লিলিল মুখতার ২/৫০৬; রদ্দুল মুহতার ৬/৭২৭)
মুহভ/চখ