chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চন্দনাইশে আযান দিতে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মসজিদে ফজরের আযান দিতে গিয়ে সুইচ বোর্ডে বিদ্যুৎস্পৃষ্টে হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান (২২) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ আগস্ট) ফজরের সময় উপজেলার হাশিমপুর ইউনিয়নের হাশিমপুর বায়তুন নুর জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নিহত হাফেজ মোহাম্মদ আরিফুর রহমান দোহাজারী পৌরসভার ৬নং ওয়ার্ড জামিরজুরী গ্রামের রাজা মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, ফজরের আযান দিতে মসজিদে যাওয়ার পর তিনি লাইট জালাতে সুইচবোর্ডে হাত দেয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনার সময় মসজিদে কোন লোক না থাকায় হয়তো তাকে উদ্ধার করতে পারেনি। হাফেজ আরিফুল ধর্মপুর দরবার শরীফ হেফজখানা থেকে কোরআন হাফেজ শেষ করেন। এ ঘটনায় জামিজুরী ও হাশিমপুর এলাকায় শোকের ছায়া নেমে আসে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর