chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

খাগড়াছড়িতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

বর্ণাঢ্য আয়োজনের খাগড়াছড়িতে সাত দিন ব্যাপি বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে খাগড়াছড়ি টাউন মাঠে বেলুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

মেলায় ২৫টি স্টলের বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ঔষধি ও নানান ফুলের গাছসহ ১ হাজার চারার সম্ভার নিয়ে এতে অংশ নেন।

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান এর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।

এসময় খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান মো. দিদারুল আলম, টাস্কফোর্সে প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, কৃষি সম্প্রসারণ অধিফতরের কর্মকর্তা মো. বাছিরুল আলম উপস্থিত ছিলেন।

পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা বক্তব্যে বলেন, ক্ষুধা-দারিদ্র মুক্ত দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধু। সেই স্বপ্নের ধারাবাহিক এদেশের উন্নয়ন এগিয়ে যাচ্ছে। এ দেশকে বাসযোগ্য করতে সকলকে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় অবদান রাখতে আহবান জানান তিনি।

পরে প্রধান শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

মুহভ/চখ

এই বিভাগের আরও খবর