কোতোয়ালিতে ১৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
নগরীর কোতোয়ালিতে বিশেষ অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। বৃহস্পতিবার (১ আগস্ট) দুপুর আড়াইটার দিকে কোতোয়ালি থানার চৈতন্য গলির মেসার্স মক্কা বাণিজ্যালয় এর সামনে থেকে তাঁকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মোঃ শাহাজাহান পুতুল (৪৬), তিনি দিনাজপুরের হাকিমপুর উপজেলার মৃত চান মিয়ার ছেলে।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় দুপুর আনুমানিক আড়াইটার দিকে অভিযান চালায় র্যাব-৭। পরে উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি ০১টি প্লাস্টিকের বস্তা হাতে নিয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। এসময় তাঁর হাতে থাকা বস্তায় ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য (গাঁজা) সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কাছে বিক্রি করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১ লক্ষ ৪০ হাজার টাকা।
আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
চখ/ককন