ভয় ধরাচ্ছে ডেঙ্গু, ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি ১৯৭
সারাদেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এসময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৭ জন। বৃহস্পতিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ১৯৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৫৪ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে। এ ছাড়া চট্টগ্রাম বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৩৯ জন, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৭ জন, খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৪ জন, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭ জন, ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ২ জন এবং রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ১ জন রোগী ভর্তি হয়েছেন।
চখ/ককন