chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফটিকছড়িতে বাইক থেকে উল্টে পড়ে যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় হাইড্রলিক্স ব্রেক মেরে বাইক থেকে উল্টে পড়ে মো: লোকমান (৪০) নামে এক যুবক নিহত হয়েছে।

বুধবার (১৭ জুলাই) দুপুর ১টায় উপজেলা পৌরসভার কোর্ডের পাড়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত লোকমান উপজেলা পৌরসভা ৪নং ওয়ার্ডের মৃত সামশুল আলমের ছেলে।

ফটিকছড়ি পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ চৌধুরী বলেন, লোকমান আমার এলাকার। সে আজ দুপুরে বাইক নিয়ে যাওয়ার পথে কোর্ডের পাড়ের সামনে হাইড্রলিক্স ব্রেক মেরে উল্টে পড়ে যায়। ওখান থেকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে সেখানে সে মৃত্যুবরণ করে।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আরেফিন আজিম বলেন, গুরুতর আহত অবস্থায় এক যুবককে মেডিক্যাল এ নিয়ে আসার পর তার মৃত্যু হয়। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পুলিশ লাশ হস্তান্তর করবে।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর