ফটিকছড়িতে ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্টে কিশোর নিহত
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ওয়ার্কশপে বিদ্যুৎস্পৃষ্টে শয়ন নাথ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।
বুধবার (১৭ জুলাই) দুপুর আড়াইটায় উপজেলা সদর বিবিরহাট বাজারের ঈদগাহর দক্ষিণ পাশে জসিম সওদাগরের ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।
নিহত শয়ন নাথ উপজেলার শান্তিরহাট দক্ষিণ নাথ পাড়া এলাকার শিপন নাথের ছেলে।
স্থানীয়রা জানান, ছেলেটি দোকানে একা শায়িত অবস্থায় ছিল। পার্শবর্তী দোকানদারেরা গিয়ে দেখতে পায় বিদ্যুতের লাইনের সাথে লাগানো স্টিলের লোহার সাথে লাগোয়া অবস্থায় সে পড়ে আছে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন- একটি ছেলেকে মেডিক্যাল নিয়ে আসা হয়। সে মৃত অবস্থায় ছিল। পুলিশকে খবর দেয়া হয়েছে। পুলিশ তদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করবে।
মুন/চখ